যোদ্ধা ৭১ অফিস


" "ভালবাসা" হ্যা ভালবাসা"  আর সবচেয়ে তীব্র ভালবাসাটি হওয়া উচিৎ মাতৃভূমির জন্য। যে মাতৃভূমি আমাদের বাঁচতে শেখায়, চলতে শেখায় তার জন্যই। যে মাতৃভূমি আমাদের পথ দেখায় তার জন্য। আর মাতৃভূমির প্রতি ভালবাসার অনুভুতি থেকে ব্লগের নাম 'যোদ্ধা৭১"


ব্লগে প্রকাশিত, 
            বিষয়বস্তু, মতামত, ভাষা কিংবা মন্তব্য লেখা, মিডিয়ার আলোচনা, খবর, নতুন ছবি ইত্যাদি সবটাই লেখকের নিজস্বতা বজায় রাখার ভাবনা নিয়ে ব্লগ তৈরি করা। নিজের মতামত আদর্শকে স্বাধীনতা দিতে সবচেয়ে উপযোগী মাধ্যমই হলো ব্লগ। নিজস্ব চিন্তা চেতনা মতবাদের সাথে সম্পর্ক আছে, তাদেরকে পাশে পাওয়া। অজানা পৃথিবীর বহু দেশ, ভিন্নভিন্ন জাতিগোষ্ঠী, তাদের জীবন, কর্ম, প্রথা এক কথায় নতুন কিছু জানতে চাওয়ার আকর্ষণ আমাকে ব্লগ আসতে আগ্রহী করেছে।
অপরিচিত থেকে পরিচয়, মানুষের সাথে মানুষের সম্পর্ক। এই সম্পর্ক বিভিন্ন ধরনের হতে পারে যেমন কাজের প্রয়োজনে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক বন্ধুত্ব।  
"এ" রাজ্যসীমায় আমার নবীন পথচলা
সহজসাধনে চাই, সকলের সহযোগীতা।"
ধন্যবাদ

No comments:

Post a Comment

আসন্ন ইউপি ২০২১ নির্বাচনের প্রস্তুতি, দিকনির্দেশনা এবং সহযোদ্ধাদের সম্পর্কে আলহাজ্ব মোঃ হায়দার আলী হাওলাদার সাহেবের খোলামেলা আলোচনার কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে।

বিসমিল্লাহির রহমানির রহিম Subsc ribe প্রিয়, গৌরীপুর বাসি ও সম্মানিত ভোটারগন এবং আমার শুভাকাঙ্ক্ষী আপনারা দেশ-বিদেশে যে যেখানে অবস্থান করছেন ...