টেলিটকের জন্য টাকার থলি নিয়ে হাজির সৌদি আরব, শুধু টেলিটকেই ১০০ কোটি ডলার বা ৮ হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগ করবে।
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি, ২০২০ বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশনের (জেসি ১৩-তম) সভায় এই সিদ্ধান্ত হয়। ERD সূত্র জানায়, গ্রাম পর্যায়ে 4G টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং শহরে 5G সেবা প্রদানে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছে সৌদি আরব।
তাদের বিনিয়োগের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেডের অবকাঠামো উন্নয়ন করা হবে। সৌদির টেলিকম খাতে বিনিয়োগ করা বড় প্রতিষ্ঠান আল-জমিয়াহ গ্রুপ টিবিএলকে এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় টেলিকম খাতে ৮ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে সৌদি আরব।
এখন কথা হচ্ছে টেলিটক এই টাকা গুলার সদ্বব্যবহার করতে পারবে তো! নাকি দুর্নীতিগ্রস্থ কর্মকর্তারা টেলিটকের টাকা খেয়ে আবার অন্য অপারেটরের কাছেও টাকা পেয়ে টেলিটককে দাড়াতে দিবে না?
১৬ কোটি মানুষের একটি বিশাল বাজারে টেলিকম খাতের অবস্থা আমাদের টেলিটকের ন্যায় নাজুক হওয়ার কোন কারন থাকতে পারে না। এমন বেহাল দশাই প্রমান করে টেলিটকের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা।
No comments:
Post a Comment