বিদেশের মাটিতে আয়ের জন্য অন্যতম একটি পেশা হতে পারে ড্রাইভিং। আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স সহজেই পেতে পারেন যেভাবে,
International Driving License
ব্যক্তিগত মোটরযান নিয়ে দেশের বাইরে যেতে চাইলেও থাকতে হবে International Driving License. এছাড়াও বাইরের দেশগুলোতে গাড়ি খুব সহজলভ্য হওয়ায় অনেকেরই শখ থাকে একটি প্রাইভেট কারের মালিক হওয়ার। গাড়ি সহজলভ্য হলেও আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স পাওয়া সবার জন্যই সহজ হয় না।
আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট পাওয়ার প্রথম শর্ত হচ্ছে বৈধ বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আপনার যদি মোটরযান চালানোর বাস্তবজ্ঞান থাকে আপনাকে আর কোনো পরীক্ষা দিতে হবে না। ‘দ্য অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠান দেশে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট দিয়ে থাকে।
আপনাকে প্রথমে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট এর আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্রটি দ্য অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে সরাসরি গিয়ে সংগ্রহ করতে পারবেন। এছাড়া BRTA ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন।
আপনাকে প্রথমে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট এর আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্রটি দ্য অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে সরাসরি গিয়ে সংগ্রহ করতে পারবেন। এছাড়া BRTA ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন।
★আবেদন করার জন্য যা যা প্রয়োজন->>
চার কপি ছবি (১-টি পাসপোর্ট সাইজ +৩ কপি স্ট্যাম্প সাইজ) BRTA কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি পাসপোর্টের ফটোকপি আবেদন ফি ২৫০০৳ টাকা।
আবেদন ফরমটি পূরন করা হয়ে গেলে আপনাকে সব কিছু নিয়ে সকাল ১০-৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিটের মধ্যে যেতে হবে নিচের ঠিকানায়->
বাংলাদেশ অটোমোবাইল এ্যাসোসিয়েশন ৩বি আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা-১২১৭
বাংলাদেশ অটোমোবাইল এ্যাসোসিয়েশন ৩বি আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা-১২১৭
যোগাযোগ: +৮৮০-১৭১১৮১৯৯৫৮-৯/+৮৮০-১৯৭৯২৯৯৭৮৬ ফোন নং: +৮৮০-০২-৯৩৬১০৫৪
No comments:
Post a Comment