Sunday, February 16, 2020

সরকারিভাবে বিনামূল্যে ভাতাসহ প্রশিক্ষন পাবে ০১ লক্ষ বেকার।

সরকারিভাবে বিনামূল্যে চাকরির নিশ্চয়তা ও ভাতাসহ প্রশিক্ষন পাবে ০১ লক্ষ বেকার।

 https://zoddha71.blogspot.com/2020/02/larning-earning.html

আপনি কি বেকার? কোন পার্ট টাইম কাজ খুজতেছেন?


সরকারি ভাবে ফ্রি প্রশিক্ষন নিয়ে সবচাইতে সহজ অনলাইন আউটসোর্সিং কাজ শিখুন এবং ঘরে বসে আয় করুন।

সরকারি ভাবে বিনামুল্যে প্রশিক্ষন দেওয়া হয়। ফ্রি প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে ইনকাম করুন। যাচাই করুন আপনার দ্বারা ইনকাম সম্ভব কিনা।

সরকারী অর্থায়নে ফ্রি কম্পিউটার আইটি কোর্স করুন , কোর্স শেষে পাবেন সার্টিফিকেট ও ১০,০০০ টাকা বৃত্তি এবং কর্মসংস্থানে সহায়তা।


অনলাইনে এখান থেকে নিজে আবেদন করতে পারবেন
আবেদনের লিংক সহ বিস্তারিত সকল তথ্য পেতে নিচের লিংকে ক্লিক করুন->

https://zoddha71.blogspot.com/skills-for-employment-investment-program/

Saturday, February 15, 2020

ভাসানচরে জায়গা হবে গৃহহীনদের, রোহিঙ্গা নয় : পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা নয়, ভাসানচরে জায়গা হবে গৃহহীনদের : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


♦ রোহিঙ্গাদের পাঠিয়ে এত সুন্দর জায়গা নষ্ট করতে চাই না ♦ ভাসানচর নতুন সিঙ্গাপুর হচ্ছে ♦ ভাসানচরে বিশ্ববিদ্যালয় ও রিসোর্ট করা যেতে পারে ♦

রোহিঙ্গাদের নয়, নোয়াখালীর ভাসানচরে এখন দেশের গৃহহীনদের পাঠানোর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভাসানচর সংক্রান্ত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন ‘রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো উচিত না। এত সুন্দর জায়গা, কেন রোহিঙ্গাদের পাঠানো হবে? বরং দেশের কিছু মানুষকে সেখানে পাঠানো উচিত। এটা সত্যি খুব সুন্দর এবং সম্ভাবনার জায়গা।’
ড. মোমেন বলেন, ভাসানচরে আপাতত কয়েকশ ঘর তৈরি করা হয়েছে। এটি নিয়মিত প্রক্রিয়া। আরও ঘর তৈরি হবে। রোহিঙ্গাদের সেখানে নেয়ার কোনো প্রয়োজন নেই। বরং আমাদের দেশে যাদের বাড়িঘর নেই তাদের পাঠানো উচিত। সেই বিষয়টি আমি এখন ভাবব। রোহিঙ্গাদের পাঠিয়ে এত সুন্দর জায়গা নষ্ট করতে চাই না।
https://zoddha71.blogspot.com/2020/02/rohinga-bd.html

মিজানুর রহনাম আযহারী ও বিতর্ক এবং বর্তমান অবস্থা?

মিজানুর রহমান আযহারীর মতো ক্ষুদে বয়সী বক্তার সাথে অপেক্ষাকৃত সিনিয়র আলেমদের হিংসাত্মক বিতর্ক বড়ই বেমানান। https://zoddha71.blogspot.com/2020/02/blog-zoddha-azhari.html

সত্যি বলতে গেলে মিজানুর রহমান আযহারীর ভক্ত তরুণ স্রোতারা সম্পুর্ণ ভাবে তার তৈরি বলা চলে,তার অধিকাংশ স্রোতারা ইউটুবার ফেইসবুকার তরুণ সমাজ, কেই খেলার ভক্ত, কেউ খেলোয়াড় আবার কেউ জিমে করে এমন তরুণ সমাজ। যে ভক্তদের কখনোই আমাদের প্রচলিত আলেম সমাজ কাছে টানতে পারে নি, তরুণ সমাজ যা কিছুতে আসক্ত ঠিক সেই অনুযায়ী উপমা পেশ করে তাদের ইসলামের দিকে উজ্জিবীত করার নাম আযহারী।
প্রতিটি ইয়ং জেনারেশন সব সময় স্মার্ট ইনস্পায়ার হতে চায়, যুগান্তকারী সৌন্দর্য সৃষ্টি কিংবা আধুনিকতার সাথে তারা নিজেদের মানিয়ে নিতে চায়, আযহারী ইসলামের প্রতি তরুণ সমাজকে উৎসাহিত করতে কিছু হিকমাহ অবলম্বন করে বক্তব্য দিয়ে থাকেন,যার চক্ষুশুল হিসেবে কতিপয় মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন।
আগেই বলেছি, মিজানুর রহমান আজহারীর কিছু গলদ অবশ্যই আছে,তবে তা কেবল মাত্র সাংগঠনিক জ্ঞান না থাকার অভাবে, উনার বয়স এখনও ছাত্র রাজনীতি করার মতো বয়স, জামায়াতে ইসলামীতে উনার বয়সী কোন জেলা আমীরও আছে কিনা সন্দেহ, হয়তো ছাত্র জীবনেও তিনি তেমন বেশী রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, তাই বিচক্ষনতার দিক থেকে কোন ভুলত্রুটি হলে প্রতিপক্ষ মত উনার উপর কতটা সমালোচনার সুযোগ নিতে পারেন,তার মাপকাঠির বাহিরে,তার অধিকাংশ আচরণ বাচ্চা সুলভ, তবে অভদ্র নয়, তাই প্রতিপক্ষের সাথে প্রতিযোগীতা মুলক আচরণ এখনও তার মধ্যে লক্ষনীয় নয়, হয়তো অচিরেই প্রতিপক্ষরা সেই চালাকও বানিয়ে ফেলবেন আযহারীকে।
ইতিমধ্যে তার কিছুটা নজীরও আমরা দেখতে পেয়েছি, প্রাথমিক পর্যায়ে সনামধন্য বিভিন্ন আলেমদের সমালোচনার মুখে পড়ে কোন প্রকার অন্যায় না করেও একাধিকবার ক্ষমা চেয়ে ছিলেন মিজানুর রহমান আযহারী, কিন্তু তার উপমাগুলো কতিপয় আলেমদের কাছে সঠিক মনে না হলেও এই যুগের তরুণরা খুবই অুনপ্রাণিত হয়েছে তার প্রতি, তিনি ক্ষমা চাওয়ায় তারা আরও বেশী মিজানুর রহমান আযহারীর পাশে এসে দাঁড়ান, কিন্তু সেই মিজানুর রহমান আযহারী এখন আর সমালোচনাকে ভয় পেয়ে ক্ষমা চান না, বরং পাল্টা দলিলও পেশ করছেন।
এতো কিছুর মাঝেও তার কিছুটা ভুল থাকবে না,তা কি করে হয়, তাকেও যে আমরা ভুলের উর্ধে মনে করবো,তা করলেও যে ঈমান নষ্ট হবে, তেমনি কোন সমালোচক মহা আলেমকেও ভুলের উর্ধে মনে করলে তার ঈমান থাকবে না, সুতরাং ভুলের উর্ধে কি এমন কোন আলেম আছেন? জান্নাতী হুরের সাথে মিজানুর রহমান আজহারী ঐশ্বরিয়া রায়ের সাথে তুলনা করে ছিলেন, যা আমার দৃষ্টিতে একটি মহা অপরাধ, কিন্তু এই অপরাধের একটা মাত্রা আছে,সেই অপরাধে আপনি আমিও অপরাধী, যেমন ঐশ্বরিয়াকে চিনেন না বা তার নাচ দেখেন নাই এমন অপরাধী খুব কম আছে, ঠিক সেই পরিমান অপরাধে অপরাধী আযহারীও এমন উপমা দেয়ার জন্য, তাহলে আমরা কি ভালো?কিন্তু কথাটার রুপক অর্থ করলে জান্নাতে ঐশ্বরিয়ার চেয়ে এমন মহা কিছু পাওয়া যাবে, আমার দৃষ্টিতে এটিই ছিলো আযহারীর সবচেয়ে নিচক অপরাধ।
ব্যক্তি আযহারী বয়সের তুলনায় এখনো অপরিপক্ক,বিরোধী মতের আলেমদের কাছে অনেক স্নেহের এবং আদরের হওয়ার কথা, কিন্তু তা না করে তার সাথে যে পরিমান জগন্য আচরণ করা হচ্ছে, একদিন এই আযহারী ইসলামকে রাষ্ট্রীয় সংবিধানে অধিষ্ঠিত করান আন্দোলনে নিজেকে রাজনৈতিক মাঠে সক্রিয় করলে তার এই জনপ্রিয়তার উত্তাপও সারাবিশ্বে ছড়িয়ে পড়বে, যেই সকল মাদ্রাসা প্রতিষ্ঠানকে পুঁজি করে কতিপয় আলেমরা সমালোচনা করছেন, সেই সকল প্রতিষ্ঠানেও আযহারীকে ভালোবাসার অসংখ্য ছাত্র শিক্ষিক তৈরি হবে,সেই দিন কোথায় থাকবেন এই সমালোচকরা, যদিও রাজনৈতিক মাঠে যোগদান না করলে বেশী দিন আলেমদের যশ খ্যাতি বজায় থাকে না,তাই এমন বহু আলেম নিজেকে সাফল্যের চুঁড়া থেকে মাটিতে নামিয়ে নিয়ে এসেছিলেন।
মহান আল্লাহ সকল আলেমদেরকে এক হয়ে কোরআনের ময়দানে ইসলামের রাজ ক্বায়েমের আন্দোলনে কাজ করার মধ্যে দিয়ে রাষ্ট্রীয় সংবিধানে দ্বীনের পতাকাকে সমুন্নত করার তাওফীক দান করুক, আমীন।

Thursday, February 13, 2020

টেলিটকে, সৌদির বিনিয়োগ কৃত টাকার সঠিক ব্যাবহার হবে তো?

টেলিটকের জন্য টাকার থলি নিয়ে হাজির সৌদি আরব, শুধু টেলিটকেই ১০০ কোটি ডলার বা ৮ হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগ করবে।


গ্রাম পর্যায়ে টেলিটকের 4G নেটওয়ার্ক সম্প্রসারণ এবং শহরে 5G সেবা প্রদানে ১০০ কোটি ডলারের বিনিয়োগ করবে সৌদি আরব। এছাড়া বাংলাদেশ থেকে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও ধাত্রী নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য একটি কার্যনির্বাহী কর্মসূচি প্রস্তুত করতে সম্মত হয়েছে উভয় দেশ।

বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি, ২০২০ বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশনের (জেসি ১৩-তম) সভায় এই সিদ্ধান্ত হয়। ERD সূত্র জানায়, গ্রাম পর্যায়ে 4G টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং শহরে 5G সেবা প্রদানে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছে সৌদি আরব।

তাদের বিনিয়োগের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেডের অবকাঠামো উন্নয়ন করা হবে। সৌদির টেলিকম খাতে বিনিয়োগ করা বড় প্রতিষ্ঠান আল-জমিয়াহ গ্রুপ টিবিএলকে এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় টেলিকম খাতে ৮ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে সৌদি আরব।

এখন কথা হচ্ছে টেলিটক এই টাকা গুলার সদ্বব্যবহার করতে পারবে তো! নাকি দুর্নীতিগ্রস্থ কর্মকর্তারা টেলিটকের টাকা খেয়ে আবার অন্য অপারেটরের কাছেও টাকা পেয়ে টেলিটককে দাড়াতে দিবে না?

১৬ কোটি মানুষের একটি বিশাল বাজারে টেলিকম খাতের অবস্থা আমাদের টেলিটকের ন্যায় নাজুক হওয়ার কোন কারন থাকতে পারে না। এমন বেহাল দশাই প্রমান করে টেলিটকের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা।

Teletalk বিকশিত হচ্ছে না কেনো? নিচের লিঙ্কে দেখুন,

https://zoddha71.blogspot.com/2020/02/blog-post_6.html

আসন্ন ইউপি ২০২১ নির্বাচনের প্রস্তুতি, দিকনির্দেশনা এবং সহযোদ্ধাদের সম্পর্কে আলহাজ্ব মোঃ হায়দার আলী হাওলাদার সাহেবের খোলামেলা আলোচনার কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে।

বিসমিল্লাহির রহমানির রহিম Subsc ribe প্রিয়, গৌরীপুর বাসি ও সম্মানিত ভোটারগন এবং আমার শুভাকাঙ্ক্ষী আপনারা দেশ-বিদেশে যে যেখানে অবস্থান করছেন ...