আবকাঠামোগত বদলে যাওয়া আর মানবিক কল্যানে পরিবর্তন এক না হলেও, সুযোগসন্ধানীরা "পরিবর্তনের" দোহাই দিয়ে নিজেদের ফায়দা লুটে!
ঐতিহাসিক চরিত্রগুলোর বদলে দেয়া ছদ্মবেশী ইতিহাসের নাম আধুনিক সমাজ।
পালাবদলের দীর্ঘ সময়ের পরিবর্তনের মাঝে সমাজের নিম্নশ্রেণীর পেশাজীবিগন অসহায় আর বিত্তশালীরা রক্তপিপাসুর ন্যায় আবির্ভূত হয়েছে বারবার। তাহলে পরিবর্তন নামে আকর্শনীয় বিজ্ঞাপন কি শুধু নিরীহ মানুষকে বোকা বানানোর কৌশলগত পরিকল্পনা?বদলে যাওয়া দৃশ্যপট শুধুমাত্র আবকাঠামোর মাঝে সীমাবদ্ধ। মানবিকতার হাহাকার ইতিহাসের পাতায়পাতায়।
সমাজ সৃষ্টির শুরু থেকে সুবিধাবাদীরা মিথ্যে "পরিবর্তনের" গল্প বলে যে, বদলে যাওয়া দিনের আশা জ্বালিয়ে ছিলো, তা আজও কল্পকাহিনির মতো রয়েছে। বাস্তবতা বড়োই নিষ্ঠুর। বৈষম্যের অতল অন্ধকারে নিরীহরা "পরিবর্তনের" কল্যানময় ফলাফল খুঁজে বেড়ায়! চোখ ধাধানো দিন বদলের বিজ্ঞাপনের কাছে শোষিত মানুষের সপ্নগুলো অধরাই রয়ে যায়।
পরিবর্তন নামের অতৃপ্তির পরিসমাপ্তি থেকে এ সমাজের পরিবর্তন হবে! সে পরিবর্তন হোক মানব কল্যানে।
https://zoddha71.blogspot.com/2019/03/blog-post.html