Thursday, January 23, 2020

মানি লোকের এক কথাই, হাজার কথার জবাব NRC CAA

মাননীয় প্রধানমন্ত্রী শেখ_হাসিনা এক সাক্ষাতকারে NRC CAA কে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। 

বাংলাদেশ নিজের প্রয়োজনে এবং জাতীয় স্বার্থকে তুচ্ছ করার মতো অবস্থানে কখনওই ছিলো না এখনো নেই, সেইটা প্রমান করলো বাংলাদেশ। 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ_হাসিনা এক গলফ নিউজকে সাক্ষাতকারে NRC CAA কে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। আওয়ামীলীগ সভানেত্রীর একটি কথাই প্রতিবেশী দেশ সম্পর্কে অনেকগুলো বার্তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন।

➡বাংলাদেশ সরকার এবং দেশের কুটনীতি স্বাধীন, শুধু ভারত নির্ভর নয়।
➡NRC_CAA এর কারণে কোনো ভারতীয় নাগরিককে যদি সীমান্ত অতিক্রম করে ফেরত পাঠানোর চেষ্টা করা হয়, বাংলাদেশ সেটা বিনা বাধায় মেনে নিবে না।
➡কোন রাষ্ট্রের চাপিয়ে দেয়া সিদ্ধান্ত মুখ বুজে সহ্য করার মতো রাজনৈতিক নেতা নন তিনি।
➡দেশের স্বার্থ বিকিয়ে কারো সঙ্গে বন্ধুত্ব করার কূটনীতিতেও বিশ্বাস করে না বাংলাদেশ। ✌ 🇧🇩✌

"আপনার নেতৃত্বগুণে, আজ আপনি বিশ্বনেতা।
আপসহীন নেত্রী, বঙ্গকন্যা #শেখ_হাসিনা"  ❤

[প্রধানমন্ত্রী প্রমান করেছেন যে, দল হিসেবে আওয়ামীলীগ ক্ষমতায় জন্য কখনওই কারো উপর নির্ভর করে না। যেটা আমরা দেখেছি, সেটা নির্ভরতা নয়। প্রতিবেশী বড় দেশের সাথে সুসম্পর্ক বঝায় রেখে নিজেদের ন্যায্য প্রাপ্তি সুকৌশলে আদায় করে নেয়া।]

https://zoddha71.blogspot.com/2020/01/blog-post.html

2 comments:

  1. ভালো-খারাপের বৈশিষ্ট্য সবার মাঝে থাকে। দুএকি নেতিবাচক মন্তব্য আশা করছি 👩

    ReplyDelete

আসন্ন ইউপি ২০২১ নির্বাচনের প্রস্তুতি, দিকনির্দেশনা এবং সহযোদ্ধাদের সম্পর্কে আলহাজ্ব মোঃ হায়দার আলী হাওলাদার সাহেবের খোলামেলা আলোচনার কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে।

বিসমিল্লাহির রহমানির রহিম Subsc ribe প্রিয়, গৌরীপুর বাসি ও সম্মানিত ভোটারগন এবং আমার শুভাকাঙ্ক্ষী আপনারা দেশ-বিদেশে যে যেখানে অবস্থান করছেন ...